মিজানুর রহমান হানিফ, মঠবাড়িয়া, পিরোজপুরঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় ধর্ষণ মামলার ১৬ দিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ। এদিকে মামলা তুলে নিতে মামলার বাদী (ভিকটিম) কে হুমকি দিয়ে আসছে অভিযুক্ত ধর্ষক ছালাম গাজী (৪৫) ও তার সহযোগি সাইফুদ্দিন কাজী (৩৫)। অব্যাহত হুমকির পরেও মামলা তুলে না নেয়ায় সোমবার (২২ জুন) গভীর রাতে ভিকটিমের বসত ঘর ঘেষা রান্না ঘরে অগ্নি সংযোগ করে আসামীরা। পরিবারের সদস্যরা দ্রæত আগুন নেভাতে সক্ষম হলেও রান্না ঘরের বেড়া ও হালকা মালামাল পুড়ে যায়। ছালাম কাজী উপজেলার দাউদখালী গ্রামের মৃত. আক্তার গাজীর ছেলে ও সাইফুদ্দিন কাজী মান্নান কাজীর ছেলে। মামলার বাদী (২৯) জানান, গত ৭ জুন ছালাম গাজী ও সাইফুদ্দিন কাজীর বিরুদ্ধে তিনি ধর্ষণ মামলা করেন। মামলার ১৬ দিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার করতে পারেনি। ধর্ষক ছালাম গাজী প্রতিদিন মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। সোমবার গভীর রাতে ভিকটিমের বসত ঘর ঘেষা রান্না ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন লেলিহান দেখে আমারা দ্রæত আগুন নেভাতে সক্ষম হই। এতে রান্না ঘরের বেড়া ও হালকা মালামাল পুড়ে যায়। টের না পেলে পরিবারের হয়তো সম্পূর্ণ ঘর পুড়ে যাওয়াসহ মানুষ. ছাগল, হাস-মুগীর ব্যাপক ক্ষতি হতো। স্থানীয় ইউপি সদস্য মিয়াজী শামীম ও চৌকিদার কুদ্দুস জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে গিয়াছিলাম। তারা দ্রæত আগুন নেভাতে সক্ষম হয়েছে। তা নাহলে রড় ধরনের ক্ষতি হতে পারতো। মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, আসামী গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অগ্নি সংযোগের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply