সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯ এ) সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) সাতজনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে এক দিনে এটা দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এর আগে চলতি বছরের ২৫ এপ্রিল ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় এক দিনে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু ঘটে।
তার আগে গত বছর ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছিলো। এছাড়াও ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু প্রায় দিনই ঘটছে।
বুধবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মারা যাওয়া ৭ জনের মধ্যে সিলেট জেলার ৫ জন ও মৌলভীবাজারে ২ জন।
সেই সাথে ২৪ ঘণ্টায় পজিটিভ শনাক্ত হয়েছেন ৬৮ জন। যার মধ্যে ৩৩ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৯২ জন।