উল্লেখ্য, আবু ত্ব-হার পরিবারের বক্তব্য অনুযায়ী, গত ৮ জুন (২০২১) রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে দুই সঙ্গী ও গাড়িচালকসহ আবু ত্ব-হা নিখোঁজ হন। তাদের ব্যবহৃত গাড়িটিও কোথাও পাওয়া যাচ্ছে না। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। রাষ্ট্রীয় বাহিনীগুলো এ দায়িত্বে নিয়োজিত আছেন। গত নয়দিন ধরে আবু ত্ব-হা ও তার সঙ্গীরা নিখোঁজ রয়েছেন, অথচ তাদের সন্ধান নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না।