সিলেট শহরতলীর এয়ারপোর্ট এলাকায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম নাদিয়া (১১)। সে এয়ারপোর্টের ফড়িংউরা গ্রামের মো. গুলজার মিয়ার মেয়ে।আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফড়িংউরা গ্রামের গুলজার মিয়ার মেয়ে নাদিয়া ও তার (গুলজার মিয়া) ভাতিজী সাদিয়া এবং তানিয়া তারা তিনজনই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ীর উঠানে খেলাধুলা করছিলো।একপর্যায়ে নাদিয়া (১১) ও তানিয়া গোসল করার জন্য বাড়ীর পার্শ্বে তাদের পুকুরে পানিতে নামে।নাদিয়া ও তানিয়া সাতার না জানায় পানিতে হাবুডুবুকালে তাদের সাথে থাকা সাদিয়া তা দেখে চিৎকার করে। বাড়ীর লোকজন চিৎকার শোনে এসে তাদেরকে পানি থেকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশু নাদিয়া(১১)-কে মৃত ঘোষনা করেন।এছাড়া আহত তানিয়া বর্তমানে সুস্থ্য অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরবর্তীতে এয়ারপোর্ট থানা পুলিশকে সংবাদ দিলে এসআই(নি.) গৌতম চন্দ্র দাষ হাসপাতালে উপস্থিত হয়ে মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।