মুক্তিযোদ্ধাদের শেষকৃত্যে ‘রাষ্ট্রীয় সম্মান’ বা ‘গার্ড অব অনারে’ নারী কর্মকর্তার স্থলে বিকল্প ব্যবস্থা করার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সুপারিশের তীব্র নিন্দা জানিয়েছেন সিলেটের বীর মুক্তিযোদ্ধারা।
এক বিবৃতিতে তারা বলেন – আমরা মনে করি রাষ্ট্রের পদাধিকার সংক্রান্ত দায়িত্ব ও কর্তব্য লিঙ্গ, ধর্ম, বর্ণ কিংবা অন্য কোন ব্যক্তিগত পরিচয় দ্বারা নির্ধারিত হয় না। গার্ড অব অনার একটি রাষ্ট্রাচার। এখানে নির্ধারিতপ দাধিকারী ব্যক্তি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। রাষ্ট্রের লিঙ্গভিত্তিক বিভাজন একটি হাস্যকর বালখিল্য।
আমরা আশা করি, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মহান মূল্যবোধ সমূহের এ ধরণের হাস্যকর পরিণতি থেকে জাতিকে রক্ষা করবেন। আমরা সংসদীয় কমিটির এ সুপারিশ প্রত্যাখ্যান করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি।
বিবৃতিতে স্বাক্ষর করেন বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বেদানন্দ ভট্টাচার্য ও বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা।