সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই বঙ্গবীর রোডস্থ দক্ষিণ খোজারখলা জামে মসজিদের গলির সামনে থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে দক্ষিণ সুরমার লাউয়াই উম্মরকবুলের রফিকুল ইসলাম সিতাবের ছেলে নজিবুল ইসলাম জেবলু (১৯) এবং দক্ষিণ খোজারখলা দুলাল মিয়ার কলোনীর সিরাজুল ইসলাম সেলিমের ছেলে ইমন আহমদ রাসেল (১৯)। তাদের কাছ থেকে ২টি টিপ চাকু এবং ১টি রিয়েলমি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১২, তাং-০৭/০৮/২০২১।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম।