সিলেট নগরের শাহপরান থানা এলাকা থেকে ১৫৪৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার দিবাগত রাত সোয়া ৭টার দিকে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- জকিগঞ্জ উপজেলার শাহিদাবাদ এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে আবুল কালাম (৩৮) ও আমুরশীদ গ্রামের তপন কুমার দাসের ছেলে মিঠুন কুমার দাস (২০)।
শুক্রবার রাতে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে জকিগঞ্জ থানায় তাদের নামে মাদক আইনে মামলা দায়ের করেছে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, মেজর মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আল।