সন্তান জন্মের ১০ ঘণ্টা পর মারা গেলেন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সুমাইয়া ইসলাম সিদ্দিকী তন্বী (২৬) এক তরুণীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭টায় সিলেটের নুরজাহান হাসপাতালে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার রাত ৯টার দিকে সিজারের মাধ্যমে তার এক বাচ্চা হয়। তবে সেই নবজাতকে পেটের মধ্যেই মারা যায়।
নিহত তন্বী মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর পতন জমাদার বাড়ির বাসিন্দা, নাট্যকার খালেদ চৌধুরীর ছোট ছেলে মাকনুন খালেদের স্ত্রী। তন্বীর বাবা শহরের শ্রীমঙ্গল সড়কের বাসিন্দা সিরাজুল ইসলাম সিদ্দিকী।
তন্বীর মামা কাজী মাহফুজুর রহমান বলেন, আমার অন্তঃসত্ত্বা স্ত্রীর করোনা উপসর্গ ও শারীরিক জটিলতা দেখা দিলে গত শনিবার (৭ আগস্ট) তাকে সিলেট নুরজাহান হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন রোববার (৮ আগস্ট) তাঁর করোনা নমুনা দেয়া হয়। তবে এখনও রিপোর্ট আসেনি।
তিনি আরও জানান, গতকাল সোমবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে অপারেশন করে পেটের বাচ্চা বের করা হয়। বাচ্চাটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সেও (তন্বী) মৃত্যুবরণ করে।