করোনাভাইরাসে সিলেটে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তবে সর্বশেষ চব্বিশ ঘন্টায় সংক্রমিত হিসেবে শনাক্তের সংখ্যা সুস্থ হওয়াদের সংখ্যার চেয়ে প্রায় অর্ধেক।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় আজ শুক্রবার দুপুরে এই তথ্য জানিয়েছে।
তারা জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে সিলেটে করোনাক্রান্ত ৭ জন মারা গেছেন। এর মধ্যে ৬ জন সিলেটের, ১ জন সুনামগঞ্জের।
তাদের নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা এখণ ৯৬০ জন। তন্মধ্যে সিলেট জেলায় ৭৮১ জন মারা গেছেন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬৪ জন, মৌলভীবাজারের ৬৯ জন ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়ে ওঠেছেন ৬১১ জন। আর সংক্রমণের শিকার হিসেবে শনাক্ত হয়েছেন ৩২১ জন। অর্থাৎ, সুস্থতার সংখ্যা আক্রান্তের সংখ্যায় চেয়ে প্রায় দ্বিগুণ।
নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জনসহ সিলেট জেলায় ১৯৯ জন রয়েছেন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৩৬ জন, মৌলভীবাজারের ৪৮ জন ও হবিগঞ্জের ৩৮ জন রয়েছেন।
১৩৪২ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২৩.৯২ ভাগ।
সবমিলিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা এখন ৫০ হাজার ৮৪১ জন। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৪৩০৩ জনসহ সিলেট জেলায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৪৫৩ জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের ৫ হাজার ৮৭৮ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৩৯৭ জন ও হবিগঞ্জের ৬ হাজার ১১৩ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, নতুন ৬১১ জনসহ বিভাগে সুস্থ হওয়াদের সংখ্যা এখন ৩৯ হাজার ৬৫৩ জন। বর্তমানে ৪৪৫ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।