সুনামগঞ্জ জেলাধীন মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নে দুগনুই গ্রামে বজ্রপাতে ২ জন পানিতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল ৫টার সময় দুগনুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে নৌকা দিয়ে কাইলানীর হাওরে ৩ জন মাছ ধরতে গেলে বিকেলে হালকা বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাতে নৌকায় থাকা ৩ জনের মধ্যে ২জন পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।
বজ্রপাতে নিখোঁজ দু’জন একই বাড়ীর আপন চাচাতো ভাই। ফজল মিয়ার ছেলে রাকিব মিয়া (১৬) ও মুকলিব আলীর ছেলে সাইদুর মিয়া (৩০)।
দুগনই গ্রামের রুহুল আমীন তালুকদার রব মিয়া জানান, বজ্রপাতের সাথে সাথেই পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। সঙ্গে থাকা সাইদুর মিয়ার কিশোরী মেয়ে ‘ছোট্টমনি’ প্রাণে বেঁচে যায়। ‘ছোট্টমনি’ বাবা ও চাচা নিখোঁজ হওয়ায় অসহায় হয়ে একা নৌকা বেঁয়ে বাড়িতে এসে জানায়। বাড়ির লোকজন ও গ্রামবাসীমিলে হাওরের পানিতে অনেক খোঁজাখোঁজির পড়ে সোয়া ৬ টার সময় মৃত লাশ উদ্ধার করে।