জাতীয় সংসদের সিলেট-৩ উপ নির্বাচন উপলক্ষে মহানগর আওয়ামী লীগের প্রচারণা উপকমিটির নেতৃবৃন্দের দায়িত্বপ্রাপ্ত ভোট কেন্দ্রসমূহের সমন্বয়ক মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন এর নির্দেশনা অনুযায়ী উপনির্বাচন উপলক্ষে প্রতিদিনই নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় মহানগর প্রচারণা উপকমিটির গণসংযোগ অব্যাহত রয়েছে।
শনিবার (২৮ আগস্ট) দুপুরে মহানগর আওয়ামী লীগের প্রচারণা উপকমিটির জালালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গালিমপুর ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ও বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গালিমপুর, বকসি পুর ও চান্দাই মাঝপাড়ায় গণসংযোগ করে।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিবকে বিজয়ী করার লক্ষ্যে নেতৃবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে নৌকার সমর্থনে ভোট প্রার্থনা করে।
মহানগর আওয়ামী লীগের প্রচারণা উপকমিটির জালালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গালিমপুর ভোট কেন্দ্রের আহবায়ক ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক এর নেতৃত্বে গণসংযোগকালে উপস্থিত ছিলেন- প্রচারণা উপকমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ মোখলেছুর রহমান কামরান, মহিউদ্দিন লোকমান, এডভোকেট সৈয়দ শামীম আহমদ, এডভোকেট কিশোর কুমার কর, সাব্বির খান ও আবুল মহসীন চৌধুরী মাসুদ ।
তাছাড়াও স্থানীয় বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ফজলুল করিম হেলাল, তাহসীন আহমদ দীপু, কয়ছর আহমদ, ফয়জুল ইসলাম, মিজানুর রহমান, আজির উদ্দিন, জুনেদ জামান, রনি, ইরাম, ফখরুল ইসলাম প্রমুখ।