[english_date]
[bangla_date]
[hijri_date]

সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদ থেকে পরিত্যক্ত একটি মর্টারশেল উদ্ধার

প্রিয় সিলেট
প্রকাশিত 19 February, Monday, 2024 21:57:15
সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদ থেকে পরিত্যক্ত একটি মর্টারশেল উদ্ধার

অনলাইন ডেস্কঃ সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদ থেকে পরিত্যক্ত একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউপির নয়াগাঙ্গের পাড় এলাকা থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, সোমবার দুপুরে মধ্য জাফলং ইউপির পিয়াইন নদের নয়াগাঙ্গের পাড় নামক স্থানে বালতি দিয়ে বালু তুলছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ এক শ্রমিকের হাতে শক্ত বস্তুর মতো অনুভব হয়। পরে তিনি পানির নিচ থেকে এটি উঠিয়ে নদীর পাড়ে এনে দেখেন উদ্ধার হওয়া বস্তুটি মর্টারশেল। স্থানীয় শ্রমিকেরা গোয়াইনঘাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে সাধারণ জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। উদ্ধার হওয়া মর্টারশেলটি স্বাধীনতা যুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে। এর আগেও জাফলংয়ে মর্টারশেল উদ্ধার করে ধ্বংস করা হয়। গোয়াইনঘাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, পিয়াইন নদে বালতি দিয়ে বালু তোলার সময় শ্রমিকেরা একটি মর্টারশেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। সংশ্লিষ্টদের খবর দিয়েছি। বোমা বিশেষজ্ঞরা এলে এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এসঃএমঃশিবা