২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর বাঘ বাড়িতে স্থানীয়দের তৎপরতায় আটক হয়েছে

প্রিয় সিলেট
প্রকাশিত ২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ২০২৪ ১০:৫৪:২১
বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর বাঘ বাড়িতে স্থানীয়দের তৎপরতায় আটক হয়েছে

নিউজ ডেস্ক: বিয়ানীবাজার প্রতিনিধি বন্য প্রাণী যে কারো জন্য আতঙ্কের তবে সেটি যদি হয় বাঘ তবে আতঙ্ক ছড়ায় আরো বেশি। বনের রাজা এই বাঘই এবার বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর বাঘ বাড়িতে স্থানীয়দের তৎপরতায় আটক হয়েছে।জানা যায় দীর্ঘ দিন থেকে পৌরসভার ফতেহপুর গ্রামের বাঘ বাড়িতে মোরগ খেতে আসতো এই মেছো বাঘ। বুধবার মোরগ খেতে আসলে স্থানীয়রা ফাঁদ পেতে খাঁচায় বন্ধি করে রাখেন।এ দিকে স্থানীয়দের মধ্যে খবর জানাজানি হওয়ার পর থেকেই দূর থেকে আগ্রহী মানুষ ছুটে আসছেন একনজর বাঘটি দেখার জন্য। জানা যায়, অতীতে ফতেহপুরের এই বাড়িটিতে এরকম মেছো বাঘ খাঁচায় বন্ধি করে বন বিভাগের হাতে হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে ফতেহপুর বাঘ বাড়ির বাসিন্দার জাবের হোসাইন বলেন, বিগত তিন দিন আগে আমি আমার বাড়ির উঠানে কাজ করা অবস্থায় বাঘটিকে বাড়ির উঠানে দেখতে পাই। এটি প্রায়ই মোরগ খাওয়ার জন্য ঘোরাফেরা করতো আজ আমরা ফাঁদ পেতে তাকে ধরতে সক্ষম হই।