২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেটের পারিবারিক মিলনমেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রিয় সিলেট
প্রকাশিত ০২ মার্চ, শনিবার, ২০২৪ ২৩:৪৬:১১
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেটের পারিবারিক মিলনমেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

অনলাইনডেস্ক:বাংলাদেশী বৌদ্ধদের সর্বপ্রাচীন বৌদ্ধ যুব সংগঠন, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতৃক স্বীকৃত, বিশ্ব বৌদ্ধ সৌভাতৃত্ব সংঘ (WFBY) এর আঞ্চলিক কেন্দ্র “বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ” একটি সামাজিক ও মানবিক সংগঠন। বাবৌযুপ সিলেট প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।তারই ধারাবাহিকতায় শুক্রবার ১ মার্চ ২০২৪”আনন্দে-হিল্লোলে” বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট”বসন্তের আগমনে,নিসর্গে অবগাহনে, আমরা মিলিত হয়েছি….” পরিবারিক মিলনমেলা ও বার্ষিক বনভোজনে পূণ্যভূমি সিলেটের জৈন্তাপুরস্থ শাপলা বিল, চা বাগান, জাফলং, তামাবিল বর্ডার পরিদর্শন শেষে জৈন্তীয়া হিল রির্সোট এসে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রির্সোট মাঠে খেলাধুলা,ধাঁধা পর্ব ও বিশিষ্ট কন্ঠ শিল্পী বাবৌযুপ এর সাংস্কৃতিক সম্পাদক সুমন বড়ুয়ার পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।