[english_date]
[bangla_date]
[hijri_date]

ব্যাটিংয়ে দলকে জয়ের পথে রেখেছেন জাকের আলী অনিক

প্রিয় সিলেট
প্রকাশিত 04 March, Monday, 2024 23:32:13
ব্যাটিংয়ে দলকে জয়ের পথে রেখেছেন জাকের আলী অনিক
  1. স্পোর্টস ডেস্ক:- মাহমুদউল্লাহ ফেরার পর গিয়ার পরিবর্তন করেন জাকের। ঝোড়ো ব্যাটিংয়ে দলকে জয়ের পথে রেখেছেন তিনি। ইতোমধ্যেই ২৫ বলে স্পর্শ করেছেন ব্যক্তিগত ফিফটি।১৭.০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৭০ রান। জাকের উইকেটে আছেন ৫৩ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটার মেহেদির সংগ্রহ ৭ রান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলে সাজঘরে ফেরেন লিটন দাস। ম্যাথিউসের অফ স্টাম্পের অনেক বাইরের বল টেনে অন সাইডে খেলতে গিয়ে ব্যাটের বারের দিকের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপা্রের গ্লাভসে। ৩ বল খেলে ডাক খেয়ে সাজঘরে ফিরেছেন এই অভিজ্ঞ ওপেনার।সুবিধা করতে পারেননি আরেক ওপেনার সৌম্য সরকারও। ১১ বলে ১২ রানের বেশি করতে পারেননি তিনি। বিনুরা ফার্নান্দোকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন আসালঙ্কার হাতে। চারে নেমে ছক্কা মেরে শুরু করেছিলেন তাওহিদ হৃদয়। তবে সেটাই ইনিংসে তার প্রথম ও শেষ বাউন্ডারি। ৫ বল খেলে করেছেন ৮ রান।শান্ত এদিন শুরু থেকেই বেশ ভুগেছেন। কোনোভাবেই নিজেকে যেন উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না। শেষ পর্যন্ত তাকে আউট করে মুক্তি দিয়েছেন মাথিশা পাথিরানা। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ২০ রান। ৬৮ রানে চতুর্থ উইকেট হারানোর পর জাকেরকে সঙ্গে নিয়ে দলের হল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে পেয়েছেন ফিফটির দেখা। মাত্র ২৭ বলে এই মাইলফলক ছুঁয়েছেন মাহমুদউল্লাহ। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ৩১ বলে ৫৪ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।