২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আজ সিলেটের লতিফ সেন্টারে তৃতী২য় তলায় তৃণমূল নারী উদ্যোগতা সোসাইটির শোরুম উদ্বোধন

priyosylhet24.com
প্রকাশিত ৩১ মার্চ, রবিবার, ২০২৪ ২২:৫৪:০১
আজ সিলেটের লতিফ সেন্টারে তৃতী২য় তলায় তৃণমূল নারী উদ্যোগতা সোসাইটির শোরুম উদ্বোধন

ডেস্ক:- তৃণমূল নারী উদ্যোগ সোসাইটি গ্রাসরুটস এর সারা দেশের সদস্যদের উৎপাদিত পণ্যের একটি শোরুম আজ সিলেটের লতিফ সেন্টার ২য় তলায় উদ্বোধন করা হয়। এখানে সারাদেশের নারীরা পণ্য উৎপাদন করে যেমন পাবনার ঘি, রাঙ্গামাটির বেগ বা হলুদ, শ্রীমঙ্গলের চা পাতা, মৌলভীবাজারের মনিপুরী শিল্প, সিলেটের বাস বেতের কাজ, জামাল পুরের খাতা, টাঙ্গাইল এর শাড়ী, রূপগঞ্জের জামদানী সমস্ত পণ্যগুলি নিয়ে এক ছাদের তলায় সারাদেশের পণ্য পাওয়া যাবে গ্রামে, দোকান এর নাম হচ্ছে গ্রাম, তৃণমূল নারী সোসাইটির এই শোরুমটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিসিক সিলেটের উপ পরিচালক ইন্জিনিয়ার ম সোহেল হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল নারী উদ্যোগ সোসাইটি গ্রাসরুটস এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র,
আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা গ্রাসরুটস এর সম্পাদক সালমা বেগম, সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানা জান্নাত, মহানগর এর সম্পাদক ড. নাফিসা শবনম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।