প্রিয় সিলেট নিউজডেস্কঃ-আজ বাংলা ১৪৩০ বঙ্গাব্দের শেষ দিন। প্রতিবছরের মতো এবারও শেষ হতে যাওয়া বছরকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট।এ উপলক্ষ্যে আজ শনবিার বিকেল ৫ টায় সিলেটের সুরমা নদী তীরবর্তী চাঁদনীঘাটে আয়োজন করা হয়েছে বর্ণিল বর্ষবিদায় অনুষ্ঠানের। ঐতিহাসিক চাঁদনীঘাটে গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানাবেন সংস্কৃতিকমীরা। একইসঙ্গে স্বাগত জানানো হবে রোববার থেকে শুরু হতে যাওয়া নতুন বছরকেও।এদিকে, বাংলা নববর্ষ উপলক্ষ্যে চাঁদনীঘাট এলাকায়ই সাতদিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে সম্মিলিত নাট্য পরিষদ। সিলেট সিটি করপোরেশনের সহযোগীতায় আয়োজিত এ মেলার জন্য ইতোমধ্যে নির্মাণ করা হয়েছে স্টল। ওই এলাকার সড়কে আঁকা হয়েছে আল্পনা।সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত বলেন, সুরমার তীরে চাঁদনীঘাটের সিঁড়িতে আমরা প্রতিবছরই বর্ষবিদায়ের অনুষ্ঠান করি। এবারও তার ব্যতিক্রম হবে না। এছাড়া কয়েকবছর পর এবার আবারও আমরা বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছি। যা রোববার থেকে শুরু হবে। ইতোমধ্যে মেলা ও বর্ষবিদায় অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।সুত্রঃ এসএম শিবা