[english_date]
[bangla_date]
[hijri_date]

উন্নয়নের জন্য ধনী-গরিব নির্বিশেষ সকলকে হোল্ডিং ট্যাক্স’র আওতায় আনা হচ্ছে

priyosylhet24.com
প্রকাশিত 12 May, Sunday, 2024 17:43:52
উন্নয়নের জন্য ধনী-গরিব নির্বিশেষ সকলকে হোল্ডিং ট্যাক্স’র আওতায় আনা হচ্ছে

প্রিয় সিলেট ডেস্ক:সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট নগরীর সকলকে হোল্ডিং ট্যাক্স’র আওতায় আনা হবে। সিসিকের নাগরিক সেবার মান বৃদ্ধিসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের জন্য ধনী-গরিব নির্বিশেষ সকলকে হোল্ডিং ট্যাক্স’র আওতায় আনা হচ্ছে।রোববার বেলা আড়াইটার দিকে সিলেট সিটি কর্পোরেশন পরিষদের ৩য় সাধারণ সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।মেয়র বলেন, আমি এ নগরের ২০ লক্ষ জনতার সেবক। যার ফলে আমি সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন সকল নাগরিকের কাছে দায়বদ্ধ। সে দায়বদ্ধতা থেকে ব্যবসায়ী, চাকরিজীবী, রাজনীতিবিদ, সাংবাদিক, শ্রমিক, দিনমজুরসহ সকল শ্রেণি-পেশার মানুষের সাথে নতুন করারোপ নিয়ে আলোচনায় বসছি। বর্তমানে ওয়ার্ড কাউন্সিলর ও আইনজীবী সমন্বয়ে ২৭ টি বোর্ড গঠন করা হয়েছে এবং ২৭ টি ওয়ার্ডে হোল্ডিং ট্যাক্স’র মূল্যায়ন সম্পন্ন হয়েছে। পরবর্তীতে নাগরিকগণ ২৮ মে পর্যন্ত করের হার পুনর্মূল্যায়ন করার সুযোগ পাবেন। প্রয়োজনে এ সময়সীমা আরো বৃদ্ধি পেতে পারে।এছাড়াও স্বল্প আয়ের মানুষ ও দরিদ্র মানুষের করের হার নির্ণয়ের ক্ষেত্রে সিসিকের বিশেষ নজর থাকবে বলেও মেয়র নগরবাসীকে আশ্বস্ত করে বলেন, প্রত্যেকে নিজেদের নাগরিক সেবা প্রাপ্তির জন্য এবং নগরীর উন্নয়নের স্বার্থে নিজ দায়িত্বে নিয়মত কর প্রদান করবেন।এছাড়াও নগরীর সমস্যা নিরসন, অবকাঠামোগত উন্নয়ন, গ্রীন, ক্লিন ও স্মার্ট সিটি হিসেবে সিলেটকে গড়ে তুলতে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।