[english_date]
[bangla_date]
[hijri_date]

দক্ষিণ সুরমা রেস্তোরা মালিক সমিতি’র জরুরী সভা অনুষ্ঠিত

প্রিয় সিলেট
প্রকাশিত 12 May, Sunday, 2024 03:55:47
দক্ষিণ সুরমা রেস্তোরা মালিক সমিতি’র জরুরী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি, সিলেটের দক্ষিণ সুরমা শাখা গত ১ মে বুধবার ‘মহান মে দিবস’ পালনকে উপলক্ষ্য করে হোটেল শ্রমিক ইউনিয়নের ব্যানারে কতিপয় দূর্বৃত্ত কর্তৃক নগরির বিভিন্নস্থানে অন্যায়ভাবে কিছুসংখ্যক হোটেল-রেস্তোরা ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে। গত ১০ মে শুক্রবার রাতে আহূত সমিতির জরুরী সভার এক প্রস্তাবে এ দাবি জানানো হয়।  প্রস্তাবে ঘটনার পরপরই দায়েরকৃত মামলায় অভিযুক্ত আসামীদের মধ্যে থেকে ২ জনকে তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীতে অপর একজনকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করা হয়। কিন্তু প্রধান অভিযুক্তসহ ঘটনার সাথে জড়িত অন্য দূর্বৃত্তদের গ্রেফতার না করায় প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।  সংগঠনের শাখা সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ আজাদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল ইসলাম, সহ-সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, শরীফ আহমদ ও হাজী আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আশরাফ, কোষাধ্যক্ষ আব্দুল মালিক লস্কর, প্রচার সম্পাদক আব্দুল কাদির, নির্বাহী সদস্য টিপু আহমেদ, এমদাদ হোসেন, মুমিন আহমদ, আলী আহমদ, রুহেল আহমদ, সালাহ উদ্দিন, সোহেল মিয়া প্রমুখ। হন। সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  প্রেস বিজ্ঞপ্তি