সিলেটস্থ বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত। গতকাল ১৯ মে রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় নগরীর মীরবক্সটুলাস্থ রেইনবো চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত পরিচিতিমূলক সভায় সভাপতিত্ব করেন সদ্য নির্বাচিত সভাপতি খন্দকার সিপার আহমদ। সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. এনামুল হক সরদার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির দফতর সম্পাদক মোঃ ওলিউর রহমান সুফী। সভায় উপস্থিত সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম সহ পরিচিতি তুলে ধরেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. এনামুল হক সরদার ও অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল। সভায় সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সমিতির কার্যক্রম আরও জোরালোভাবে এগিয়ে নেয়ার লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সর্বসম্মতি ক্রমে সমিতির নতুন সদস্য সংগ্রহ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ সমিতির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। সভায় বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেট-এর ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম পড়ে শোনান যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল। সমিতির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হচ্ছেন- সভাপতি খন্দকার সিপার আহমদ, সিনিয়র সহ-সভাপতি জনাব এ.এস.এম. আনোয়ারুল ইসলাম, জনাব আব্দুল জলিল জিলু, শামীম আখতার, অ্যাডভোকেট বদরুল হোসেন, অধ্যাপক মোঃ ছুরাব আলী। সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বপ্রাপ্ত হলেন অধ্যক্ষ ড. এনামুল হক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল, অ্যাডভোকেট আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, প্রচার সম্পাদক সাংবাদিক এম.এ. মতিন, দফতর সম্পাদক মোঃ ওলিউর রহমান সুফী, সাহিত্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ নাজমুল আনসারী, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আব্দুল আজিজ, মহিলা বিষয়ক সম্পাদিকা জনাব হাসিনা মহি উদ্দিন, কোষাধ্যক্ষ আলা হোসেন। এছাড়া সমিতির কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ হচ্ছেন- মইনুল হক চৌধুরী, আবদাল মিয়া, আজিজুল হক চৌধুরী ফয়েজ, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুছ, শেরওয়ান আহমদ, অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, আখতারুজ্জামান চৌধুরী জগলু, জনাব এ.টি.এম. ফখর উদ্দিন, আফজালুর রহমান চৌধুরী নাজলু, অ্যাডভোকেট মোঃ আব্দুল আহাদ সিদ্দিকী, মুজিবুর রহমান খাঁন মোহন ও আবু কয়েছ চৌধুরী। প্রেস-বিজ্ঞপ্তি