[english_date]
[bangla_date]
[hijri_date]

২৬ নং ওয়ার্ডে হোল্ডিং ট্যাক্স ও সুশাসন প্রতিষ্ঠা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রিয় সিলেট
প্রকাশিত 01 July, Monday, 2024 15:26:04
২৬ নং ওয়ার্ডে হোল্ডিং ট্যাক্স ও সুশাসন প্রতিষ্ঠা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহনে ও হোল্ডিং ট্যাক্স বিষয় নিয়ে ষ্টেক হোল্ডারগনের সমন্ময়ে ২৬ নং ওয়ার্ডে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখছেন সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও অভিযোগ নিম্পত্তি কর্মকর্তা মো. মতিউর রহমান খান।


সিলেট সিটি কর্পোরেশনে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহনে ও হোল্ডিং ট্যাক্স বিষয় নিয়ে ষ্টেক হোল্ডারগনের সমন্ময়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন রোববার বিকেলে ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপনের কার্যালয়ে অনুষ্ঠিত পৃথক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও অভিযোগ নিম্পত্তি কর্মকর্তা মো. মতিউর রহমান খান, সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আয়কর আইনজীবি রফিকুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী এম এ মন্নান। ২৬ নং ওয়ার্ডের পরপর তিনবারের নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র রোটারিয়ান তৌফিক বকস্ লিপনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো. মহসিন কামরান, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, বিলাল আহমদ, গণমাধ্যমকর্মী মো. মনছুর আলী মাছুম, শিক্ষক মো, লুৎফুর রহমান চৌধুরী, ব্যবসায়ী দুলাল আহমদ, চাকুরিজীবি রাজীব সিকদার, মো. হোসাইন আল মাহবুব, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান এসেসর আব্দুল বাছিত,এসেসর মো. আসাদুজ্জামান, সহকারি এসেসর অমিত কান্তি দে, কবির উদ্দিন চৌধুরী, সহকারি এসেসর আবু বকর সিদ্দীক, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সহ-কর কর্মকর্তা মোহাম্দ মাহবুব আলম, সহ-কর কর্মকর্তা মো. তারা মিয়া, সহ-এসেসর মো. জাকির হোসেন, সহ-এসেসর আব্দুর রকিব কর আদায়কারী শিব্বির আহমদ, ইমাম মাওলানা মাসুক আহমদ, আইনজীবি মো. মামুন হোসেনসহ প্রায় শতাধিক এলাকার বাসিন্দা। সভায় সিটি কর্তৃক হোল্ডিং ট্যাক্স বিষয় নিয়ে জনসাধারণ ও সিটি কর্তৃপক্ষের মধ্যকার সু-সম্পর্ক স্থাপনসহ হোল্ডিং ট্যাক্স দাতাদের করণীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।  প্রেস-বিজ্ঞপ্তি।