অনলাইননিউজডেস্ক : সিলেট এসএসসি’৯১ এর বন্ধুরা প্রিয় ৯১ বন্ধু রাজী’র জন্মদিন পালন ও বন্ধুদের চায়ের আড্ডায় মেতে উটেছিল সিলেট এসএসসি’৯১। রবিবার ৩০ জুন আমাদের প্রিয় বন্ধু, সদাহাস্যজ্বল, গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক ফখরুদ্দীন রাজি’র জন্মদিন উপলক্ষে সংক্ষিপ্ত পরিসরে সিলেট মহানগরীর পানসি ইন হল রুমে এক আনন্দ আড্ডার আয়োজন করা হয়।পয়োজনের মধ্যে প্রিয় বন্ধু রাজী’কে জন্মদিনের ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়ে জন্মদিনের কেক কেঁটে অনুষ্ঠানের শুভসুচনা করা হয় এবংপরবর্তীতেআড্ডা,গান,কবিতা, নিজেদের জীবনে ফেলে আসা স্মৃতিমন্হন ও নৈশভোজের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।উক্ত আয়োজনে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিল ফখরুদ্দীন রাজী, ফয়ছল আহমদ, এনামুল হক লিলু, লাপাজ আল মাহমুদ, মিজানুর রহমান, নাজমুন নাহার স্বপ্না, শিব্বির আহমদ, সিমিন আক্তার চৌধুরী, বিপ্লব পাল, জালাল উদ্দীন, কামরুজ্জামান মুরাদ ও উৎফল বড়ুয়া প্রমুখ।বন্ধুত্বের বন্ধনে আমরা এসএসসি ‘৯১বন্ধু মানে মস্ত আকাশ,আকাশ ভরা নীল। বন্ধু মানে উড়ন্ত, আর দুরন্ত গাঙচিল। বন্ধু মানে ঝুম বৃষ্টি,বন্ধু দখিন হাওয়া। বন্ধু মানে অল্প খাবার,দু’জন মিলে খাওয়া।বন্ধু ছোট্ট একটি শব্দ। যার আভিধানিক অর্থ সৌহার্দ্য বা কল্যাণকামী ব্যক্তি, কিন্তু এর ব্যাপকতা অনেক। আত্মীয়তার সম্পর্কের বাইরে যে সম্পর্কটি মানুষের সবচেয়ে কাছের সেটা হলো বন্ধুত্ব। জীবনের প্রতিটি পর্যায়ে নতুন নতুন সম্পর্ক আমাদের জীবনে এলেও একমাত্র বন্ধুত্ব শব্দটিই আমাদের জীবনে স্বমহিমায় ভাস্বর হয়ে থাকে। বন্ধুত্বের কোনো গণ্ডি নেই। বন্ধ সব বয়সে সবসময়ই গ্রহণীয়। বন্ধুই একমাত্র সম্পর্ক যা মানুষকে বিশ্বাস, আস্থা আর সাহস জোগায়।
জীবন চলার পথে উত্তম একজন বন্ধু হতে পারে পথপ্রদর্শক। বন্ধু সম্পর্কটিতে থাকবে না কোনো চাওয়া পাওয়া। থাকবে না লাভ-ক্ষতির কোনো হিসাব-নিকাশ, বন্ধুর প্রতি থাকবে অফুরন্ত ভালোবাসা ও সম্প্রীতির এক বন্ধন। বরং সব কিছুর ঊর্ধ্বে উঠে একে অন্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, তবেই হবে প্রকৃত বন্ধুর পরিচয়। আর এমন বন্ধু পরিচয়দানকারী ব্যক্তিটি মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাবেন পরকালের জন্য সুসংবাদ। আমাদের চার পাশে রয়েছে অসংখ্য মানুষ। তাদের ভালো আচরণ বা ভালো কথা হতে পারে বন্ধু তুল্য। কারণ, আমরা জানি একজন প্রকৃত বন্ধু কখনোই আরেকজন বন্ধুর ক্ষতি হোক এটা চাইবে না। সবসময় তার জন্য ভালো কিছু প্রত্যাশা করবে। এমনটাই প্রত্যাশা আমাদের সবার। বন্ধুত্বের বন্ধন আরো সুদৃঢ় হোক এমনটাই আমাদের প্রত্যাশা।