[english_date]
[bangla_date]
[hijri_date]

আজ সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।

প্রিয় সিলেট
প্রকাশিত 11 March, Monday, 2024 18:21:23
আজ সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।

অনলাইনডেস্ক:- বাংলা‌দে‌শের আকা‌শে আজ সোমবার (১১ মার্চ) প‌বিত্র রমজান মা‌সের চাঁদ দেখা গে‌লে মঙ্গলবার থে‌কে শুরু হ‌বে রোজা। চাঁদ দেখার ওপর নির্ভর কর‌ছে প্রথম রোজা মঙ্গলবার (১২ মার্চ) হ‌বে না বুধবার (১৩ মার্চ)। সে‌টি জানা যা‌বে আজ সন্ধ‌্যায় জাতীয় চাঁদ দেখা ক‌মি‌টির বৈঠ‌কে।রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় আজ বাদ মাগরিব (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হ‌বে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আজ সোমবার সন্ধ্যায় হিজরি ১৪৪৫ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। তাহলে আজ সন্ধ্যায় তারাবি পড়বেন ও শেষ রাতে সেহরি খাবেন ধর্মপ্রাণ মুসলমানেরা। সোমবার চাঁদ দেখা না গেলে মঙ্গলবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে, রমজান মাস গণনা শুরু হবে বুধবার। এক্ষেত্রে মঙ্গলবার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু হবে ও শেষ রাতে খেতে হবে সেহরি।