২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

এনআরবি ব্যাংকের পরিচালক গিয়াস’র পক্ষ থেকে ৭শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রিয় সিলেট
প্রকাশিত ০৯ এপ্রিল, মঙ্গলবার, ২০২৪ ০১:৩৭:৩৮
এনআরবি ব্যাংকের পরিচালক গিয়াস’র  পক্ষ থেকে ৭শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীর বড় বাড়ির বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবী ও এন আর বি ব্যাংকের পরিচালক গিয়াস উদ্দিনের পক্ষ থেকে গরীব অসহায় ৭শ পরিবারের মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।  ৮ এপ্রিল সোমবার হুমায়ুন রশীদ চত্বর এলাকায়  ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও তিনবারের নির্বাচিত ২৬ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন, সমাজসেবী মাসুক মিয়া, সাংবাদিক মঈন উদ্দিন, লন্ডন প্রবাসী গউস উদ্দিন, সমাজসেবী দারা মিয়া, সাবলু মিয়া, আনা মিয়া, শাহীন আহমদ পুতুল, আক্তার উদ্দিন নাদির, জৈনপুর এলাকার বাসিন্দা সমাজসেবী আব্দুস সালাম, পাঠানপাড়ার বাসিন্দা সমাজসেবী আব্দুল মন্নান, যুবলীগ নেতা আব্দুল আহাদ, কুহিনুর মিয়া, গোটাটিকর এলাকার বাসিন্দা সমাজসেবী বাবর আহমদ, ২৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাসীর উদ্দিন, সমাজসেবী মাহবুব আহমদ শাওন।  উপস্থিত অতিথিবৃন্দরা প্রায় ৭ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিরতণ করেন।  প্রেস-বিজ্ঞপ্তি।