[english_date]
[bangla_date]
[hijri_date]

ঈদের দিন সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে বেশ কয়েকজন হতাহত

priyosylhet24.com
প্রকাশিত 11 April, Thursday, 2024 16:56:16
ঈদের দিন সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে বেশ কয়েকজন হতাহত

অনলাইন ডেস্কঃফাইল ছবি
রাজধানীর সদরঘাটে বাঁধা একটি লঞ্চের রশি ছিঁড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঈদের দিন বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। নৌ-পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে ভোলাগামী তাশরিফ-৪ লঞ্চের ধাক্কায় ৫ জন যাত্রী আহত হয়েছেন। লঞ্চটি ঘাটে বেঁধে রাখা ছিল। হঠাৎ রশি ছিঁড়ে যাত্রীদের ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়েছে। হতাহতের ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।
সুত্রঃ বিডি প্রতিদি