২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিশ্বের প্রথম স্মাট শিক্ষার প্রবক্তা ড.বদরুল হুদা খানকে সিলেটে সংবর্ধনা

প্রিয় সিলেট
প্রকাশিত ০৫ মার্চ, মঙ্গলবার, ২০২৪ ১২:১০:১৩
বিশ্বের প্রথম স্মাট শিক্ষার প্রবক্তা ড.বদরুল হুদা খানকে সিলেটে সংবর্ধনা

নিউজডেস্ক:- গতকাল রাতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে স্মার্ট শিক্ষায় ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে দু’টি পাতা একটি কুঁড়ির পূণ্যভূমি সিলেটে বিশ্বে সর্বপ্রথম স্মাট শিক্ষার প্রবক্তা আধুনিক ই-লার্নিং এর প্রতিষ্ঠাতা হিসেবে সারাবিশ্বে পরিচিতমুখ ও জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ‌্যাপক, বীর চট্টলার কৃ‌তি সন্তান প্রফেসর ড.বদরুল হুদা খান’র সংবর্ধনা, আলোচনা সভা ও শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান ৪ মার্চ ২০২৪ সোমবার, সিলেট মহানগরীর জেলা পরিষদ হলে ফাউন্ডেশনের মহাসচিব উৎফল বড়ুয়ার সঞ্চালনায়, প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষা প্রযুক্তি বিশেষজ্ঞ ড. সীমা খান, ইস্পাহানি টি লিমিটেড সিলেটের বিভাগীয় ব্যবস্থাপক আনিছুজ্জামান পাটোয়ারী, সাবেক সেনা কর্মকর্তা নূরুল হক প্রমুখ।অনুষ্ঠানে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সংবর্ধনা স্মারক এবং সিলেটের বিভিন্ন স্কুল-মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ মূলক ম্যাডেল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এস.এম.শিবা