২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের চালক গ্রেপ্তার

প্রিয় সিলেট
প্রকাশিত ১১ মার্চ, সোমবার, ২০২৪ ১৮:০৬:৪৪
সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের চালক গ্রেপ্তার

অনলাইনডেস্ক:-সিলেটের গোয়াইনঘাটে একমাস আগে সংগঠিত সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক্টর চালককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।রোববার (১০ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে র‌্যাব-৯, সিলেট এর একটি দল জৈন্তাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ট্রাক্টরের চালক আসামি জুবায়ের আহমদ (২৫)কে গ্রেপ্তার করে। তার পিতার নাম আব্দুল মতিন।এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়াইনঘাট-সিলেট আঞ্চলিক মহাসড়কের বড় ব্রিজের পূর্ব পাশে একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে একটি সিএনজি চালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশাতে থাকা পাঁচজন যাত্রী ও চালকসহ সবাই গুরুতর আহত হয়। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত আনুমানিক সাড়ে ৮টায় আহত নজরুল ইসলাম (৫০) এবং রাত ১০টায় আহত জসির উদ্দিন (৬৫)কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মৃত নজরুল ইসলামের ছেলে বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৬/৩৫, তারিখঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ)। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯, সিলেট এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। সর্বশেষ আসামি জুবায়ের আহমদকে গ্রেপ্তার করে র‍্যাব।পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায়