২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

পণ্যের অবৈধ মজুতদারি পরিহার করে সৎ উপায়ে ব্যবসার আহবান

প্রিয় সিলেট
প্রকাশিত ১৯ মার্চ, মঙ্গলবার, ২০২৪ ২২:৪৭:৪৯
পণ্যের অবৈধ মজুতদারি পরিহার করে সৎ উপায়ে ব্যবসার আহবান

নিউজডেস্ক : স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার সিলেটেও পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। দিবসটি উপলক্ষে পৃথক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ব্যবসায়ী ও ভোক্তা পরস্পরের প্রতিপক্ষ নয় বরং তারা একে অপরের পরিপূরক। উভয়ের সম্মিলিত ও কার্যকর অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম গতিশীলতা লাভ করে এবং স্থিতিশীল বাজার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। বক্তারা পণ্যের অবৈধ মজুতদারি থেকে বিরত থেকে সৎ উপায়ে ব্যবসা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।এদিকে, বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে গতকাল সকালে আলমপুরস্থ বিভাগীয় সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি পবিত্র রমজান মাসে কোন ব্যবসায়ী যেন অধিক মুনাফার লোভে অবৈধভাবে পণ্য মজুদ করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। তিনি আক্ষেপ করে বলেন, পবিত্র রমজানকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে পণ্যের মূল্যে ছাড় দেয়া হলেও আমাদের দেশের কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে পণ্যের দাম বাড়িয়ে দেয়। এ বছর কোন অসাধু ব্যবসায়ী যেন কারসাজির মাধ্যমে স্বাভাবিক বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও ভোক্তা-বান্ধব পরিবেশ বজায় রাখাসহ পণ্যের দাম ও সরবরাহ নিশ্চিত করার জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নিয়মিত অভিযান পরিচালনা এবং সকল ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য নির্দেশনা দেন। রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য ব্যবসায়ীদের আরো সংযত হয়ে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য উদাত্ত আহবান জানান তিনি।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় উপপরিচালক মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জ পুলিশের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) নাছির উদ্দিন আহমেদ, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, সিলেট চেম্বার অব কমার্সের সহ সভাপতি এহতেশামুুল হক চৌধুরী এবং ক্যাব সিলেট’র সভাপতি জামিল চৌধুরী। সভায় আরো বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, সিলেটের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা হুমায়ুন কবির, সিলেটের নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ নরফরাজ হোসেন, সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট চেম্বারের পরিচালক আলিমুল এহসান চৌধুরী, শান্ত দেব, ব্যবসায়ী নেতা ময়নুল হক চৌধুরী, হাজী দেলোয়ার হোসেন, হাজী আতিকুর রহমান, খালেদ আহমদ, ফুলকলির ডিজিএম জসিম উদ্দিন, ইমরানুল হক, আতিকুর রহমান প্রমুখ। এছাড়াও সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ,আরো  সভায় উপস্থিত ছিলেন মোহনা টিভির ক্যামেরা পার্সন স্বপন মালাকার শিবা সভায় উপস্থিত ছিলেন।