১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সিলেট শাহী ঈদগাহ ঈদের জামাতে শেষে মোনাজাত করা হয়

priyosylhet24.com
প্রকাশিত ১১ এপ্রিল, বৃহস্পতিবার, ২০২৪ ১৬:৩৬:১৭
সিলেট শাহী ঈদগাহ ঈদের জামাতে শেষে মোনাজাত করা হয়

প্রিয় সিলেট নিউজডেস্কঃ- দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর রোজার শেষে বার্তা আসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর । সিলেটসহ সারাদেশে পালিত হ‌চ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সিলেট শাহী ঈদগাহ ময়দানে সকাল সা‌ড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।শাহী ঈদগাহে ঈদের নামাজের ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা এবং নামাজের পূর্বে বয়ান পেশ করেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মোনাজাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আহত, নিহত ও বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিদের জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া চাওয়া হয়।সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট- ১ আসনের সংসদ সদস্য ড. এ.কে আব্দুল মোমেন, সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।