১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষকে শুভে্চছা জানিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্টিত হয়

priyosylhet24.com
প্রকাশিত ১৪ এপ্রিল, রবিবার, ২০২৪ ১৬:০৯:০২
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষকে শুভে্চছা জানিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্টিত হয়

প্রিয় সিলেট নিউজডেস্কঃ– ১৪৩১ বাংলা নববর্ষকে শুভেচ্ছা জানিয়ে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সামাজিক—সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে দিনটি উদযাপন করছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। এবং শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম সম্মুখে শেষ হয়। শোভাযাত্রায় প্রশাসনের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের নেতৃত্বে উর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। শোভাযাত্রা শেষে অডিটোরিয়ামের মুক্তমঞ্চে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ কুমার সিনহা।অন্যদিকে, নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সিলেট সিটি করপোরেশন। এর মধ্যে রয়েছে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস—ঐতিহ্যের প্রতীক ফুটে উঠেছে। নববর্ষের দিনে আমরা সকলেই দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করতে হবে।