১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সিলেট উপজেলায় ভোট আগামী ৫ জানুয়ারি

priyosylhet24.com
প্রকাশিত ২৩ এপ্রিল, মঙ্গলবার, ২০২৪ ২১:১০:০৫
সিলেট উপজেলায় ভোট আগামী ৫ জানুয়ারি

অনলাইন : দিন ঘনিয়ে আসছে সামনে আসছে নির্বাচন।সিলেটের উপজেলায় ভোট আগামী ৫ জানুয়ারি।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে আগারগাঁওয়ে নির্বাচনে ভবনে নির্বাচন কমিশনের ৩২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

চতুর্থ ধাপে যেসব উপজেলায় ভোট হবে সেগুলো হলো সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ, সদর ও মধ্যনগর; সিলেট জেলার জকিগঞ্জ ও কানাইঘাট; হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর।
কমিশনের বৈঠকের পর ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী— রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে। প্রতীক বরাদ্দ ২০ মে। আর ভোটগ্রহণ হবে ৫ জুন। ৫৫টি উপজেলার মধ্যে দুটিতে ইভিএমে ভোট হবে বলে তিনি জানান।