১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি

আগামী ৪ মে থেকে শনিবারও খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

priyosylhet24.com
প্রকাশিত ২৫ এপ্রিল, বৃহস্পতিবার, ২০২৪ ১৮:১০:১৪
আগামী ৪ মে থেকে শনিবারও খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

অনলাইন নিউজঃশিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমের মধ্যে রাখতে ছুটি আরনা বাড়িয়ে আগামী ২৮ এপ্রিল থেকে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলমান ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর আগামী ৪ মে থেকে শনিবারও শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

দেশের বিদ্যমান তাপমাত্রা সর্বোচ্চ নয়। আর সব অঞ্চলের তাপমাত্রা সমান নয় বিধায় গ্রামে শিক্ষার্থী-অভিভাবকেরা স্কুল বন্ধ চান না। ছুটির পক্ষে শুধু শহরের অভিভাবক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ক্ষতি পোষানো, শ্রেণি কার্যক্রমের মধ্যে রাখতে কিছু নির্দেশনা দেওয়া হবে। এর মধ্যে অ্যাসেম্বলির মতো কার্যক্রম বন্ধ রাখা হবে। এদিকে তাপদাহের কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়বে কি না, তা আগামী শুক্র-শনিবারের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার।বৃহস্পতিবার সচিবালয়ে নিজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, তাপমাত্রার কথা তো বলা যায় না। তাপমাত্রা আপ-ডাউন হয়। আমাদের দুদিন (শুক্র ও শনিবার) বন্ধ আছে, আমরা একটু দেখি, দেখে তারপর আমরা সিদ্ধান্ত নেব।